সিরিজে সমতা ফিরল
স্টাফ রিপোর্টার: আগের বলেই ক্যাচ ছেড়েছিলেন। পরের বলে তানজিম হাসান বোল্ড করলেন চামিরাকে। ১৬ রানের জয় নিশ্চিত হলো বাংলাদেশের, সিরিজে ফিরল সমতা।
ইনিংসের শুরুতেও আঘাত হেনেছিলেন তানজিমই। এরপর কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা দারুণভাবে এগোচ্ছিল। এই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচেে ফিরিয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম— ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়কও তিনি। তানভীরের সঙ্গে মিরাজ–শামীমের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২