নিজস্ব প্রতিনিধি (সভ্যতার আলো)
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ বৈঠকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রতি বিনিয়োগ, শিক্ষা, ক্রীড়া, রোহিঙ্গা মানবিক সহায়তা এবং সমুদ্র অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এই বৈঠকে মিলিত হন। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “জাপান সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু। আমি সম্প্রতি জাপান সফরে গিয়েছিলাম এবং যে আন্তরিকতা ও সম্মান পেয়েছি, তা আমাদের মনে থাকবে।”
আলোচনায় মাতারবাড়ি প্রকল্পকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, দেশের সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে চাই আমরা। তিনি জানান, জাইকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি সমুদ্রভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।
তরুণদের উন্নয়নের প্রসঙ্গে ইউনূস বলেন, অনেক বাংলাদেশি তরুণ জাপানে কাজ করতে আগ্রহী, তবে ভাষাগত বাধা বড় সমস্যা। এজন্য জাপানি শিক্ষক পাঠানোর বা অনলাইনে পাঠদানের প্রস্তাব দিয়েছেন তিনি, যেন বাংলাদেশি তরুণরা জাপানি ভাষা ও কর্মসংস্কৃতি আয়ত্ত করতে পারে।
রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনূস বলেন, “হাজার হাজার তরুণ কোনো ভবিষ্যতের আশায় না থেকে ক্যাম্পে বেড়ে উঠছে। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ হচ্ছে।” এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
জাইকা প্রতিনিধি মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশ এশিয়ায় জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বিচার বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে জাইকার সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বাংলাদেশের জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়িয়ে উচ্চমানের আইসিটি মানবসম্পদ গড়ে তোলা হবে। এছাড়া নারী ক্রীড়া এবং শিক্ষাবিষয়ক সহায়তা জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৈঠকে অধ্যাপক ইউনূস জাপানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ১ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তির জন্য কৃতজ্ঞতা জানান এবং বার্ষিক জাপানি সহায়তা (ODA) ৩০০ বিলিয়ন ইয়েন থেকে বাড়িয়ে ৪৫০ বিলিয়ন ইয়েনে উন্নীত করার অনুরোধ করেন, যাতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়।