স্টাফ রিপোর্টার:বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্বের লেখক আজহারুল ইসলাম (৭০) শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রীসহ এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখেছেন। তাঁর পুত্র কামরুল ইসলাম সোহাগ জানান,
শুক্রবার সন্ধ্যায় আজাহারুল ইসলামের মরদেহ মানিকগঞ্জ জাদুঘরে নেয়া হবে। সেখানেই সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রাম সিঙ্গাইর উপজেলার চারাভাঙ্গা গ্রামে রাতে দ্বিতীয় দফায়
নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে। মানিকগঞ্জের এই কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান থাকা অবস্থায় লেখালেখি শুরু করেন। তাঁর লেখা “মানিকগঞ্জে শত মানিক” সারা জাগায়। এছাড়াও তিনি ইতিহাস ও জীবনী ভিত্তিক বেশ কিছু বই লিখে গেছেন। মুন্সীগঞ্জের ইতিহাস ও ব্যক্তিত্ব নিয়ে তার চার খণ্ডের লেখা “বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্ব” গ্রহণযোগ্যতা পায়। বাংলাদেশে এসে এই বইয়ের মোড়ক উন্মোচন করেছিলেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তাঁর মৃত্যুর সংবাদে মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।