স্টাফ রিপোর্টার: কার হাউজের স্বত্ত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৬৯) আর নেই। বুধবার ভোরে রাজধানীর বনানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রীসহ দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বনানীর এ ব্লকের ১৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি সংলগ্ন জামে মসজিদে বাদ যোহর তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে। আন্তর্জাতিক পর্যায়ে কার রেসিংয়ে শিরোপা জয়ী তার পুত্র দেশ সেরা কার রেসার অভিক আনোয়ার দুবাইতে অবস্থান করছিলেন। বাবা হারানোর বেদনা নিয়েই দেশে ফেরার পথে তিনি। তাঁর একমাত্র কন্যা বিশিষ্ট নৃত্য শিল্পী আনিকা কানাডায় অবস্থান করছেন। তিনিও দেশে ফেরার চেষ্টায় রয়েছেন। বড় ছেলে গাড়ি ব্যবসায়ী তৌফিক আনোয়ার অনিক দেশে আছেন।
আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের সন্তান। গ্রামটির ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন ছিলেন এলাকার অভিভাবক। তিনি স্বাধীনতার আগের বছর ১৯৭০ সালে এই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। তিনি গাড়ি ব্যবসায়ী বারভিডার সভাপতির দায়িত্ব পালনেও যোগ্যতার স্বাক্ষর রাখেন।
আনোয়ার হোসেন ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়টিকে সমৃদ্ধ করা ছাড়াও এলাকায় নানা অবদান রয়েছে তাঁর। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা করা হয়। শোকাভিভূত শিক্ষার্থীরা দোয়া ও শোকসভা করে। আনোয়ার হোসেনের মৃত্যুতে মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদসহ নানা সংগঠন ও বিশিষ্টজন।

আনোয়ার হোসেন।
সভ্যতার আলো / এমএজে