স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার শ্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস (২০২৫) পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র্যালি ও পরে এক আলোচনা সভা হয়।এতে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক ( ডিডিএলজি) মৌসুমী মাহবুব। এসময় অন্যদের মাঝে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।