রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

হোমিও চিকিৎসকদের উচ্চ শিক্ষা-চাকুরী নিশ্চয়তার দাবী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

হোমিও চিকিৎসকদের উচ্চ শিক্ষা-চাকুরী নিশ্চয়তার দাবী

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য মুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন, স্বাস্থ্য সংস্কার কমিটিতে হোমিওপ্যাথদের অন্তর্ভুক্তি, শিক্ষক-স্টাফদের শতভাগ বেতন এবং চিকিৎসকদের উচ্চ শিক্ষা ও চাকুরী নিশ্চয়তার দাবীতে মানববন্ধন। রোববার সকালে জাতীয় প্রেসক্লাব, ঢাকা এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল (অব.) ডা. মুন্সী মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুহাম্মদ লোকমান- সমন্বয়ক (সার্বিক), আরও উপস্থিত ছিলেন ডা. মো. হেলান উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. মনোয়ারা ও প্রভাষক ডা. রফিকুল ইসলাম, গনাধিকার পরিষদের সহ-সভাপতি ডাক. আজিজুল ইসলাম খান- ঢাকা দক্ষিণ। গনাধিকার পরিষদের নেতা মো. তারেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত হোমিওপ্যাথি ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ঢাকা বিভাগের কমিটি থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মো. শাহরিয়ার ইরফান, ডা. এম এ মান্নান, টাংগাইল, ডা. মামুন হাসির ভূইয়া, ডা. জিয়াউল হক, ডা. মো. মিজানুর রহমান, ডা. গোলাম মেহেদী নরসিংদী, ডা.অলি উল্লাহ নরসিংদী। বক্তারা বৈষম্যমুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন, স্বাস্থ্য সংস্কার কমিটিতে হোমিওপ্যাথদের অন্তর্ভুক্তি, শিক্ষক-স্টাফদের শতভাগ বেতন এবং চিকিৎসকদের উচ্চ শিক্ষা ও চাকুরীর নিশ্চয়তার দাবী জানান। হোমিওপ্যাথিক চিকিৎসা বাংলাদেশসহ বিভিন্ন দেশে এক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত এ মহান চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও দিনে দিনে বাড়ছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বার্থান্বেষী চক্রের দৌরাত্ম্য আর বিভিন্ন একপেশী সিদ্ধান্তের কারণে এ চিকিৎসা সেবায় সংকট সৃষ্টি হয়। সরকার পরিবর্তনের পরও অবস্থার উন্নতি হয়নি। এ প্রেক্ষিতে ‘বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ’ এর পক্ষ থেকে আপনার সাথে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং তা নিরসনে হস্তক্ষেপ কামনা করছি। স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে উল্লেখযোগ্য বৈষম্য সমূহঃ
এলোপ্যাথিক চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত সরকারী সুযোগ সুবিধাঃ- সরকারী মেডিকেল কলেজ ৩৭ টি, আসন ৫৩৮০ টি, বেসরকারী মেডিকেল কলেজ ৫৪ টি, আসন ৬৩৪৮ টি এবং আর্মি মেডিকেল কলেজ একটি, আসন ৩৭৫ টি, সবগুলোর সাথে সংযুক্ত হাসপাতাল, সদর, স্পেশালাইজড, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক। সকল ক্ষেত্রে চিকিৎসক ও সহযোগি কোর্সধারীরা চাকুরীরত।
আয়ুর্বেদ ও ইউনানীঃ- সরকারী মেডিকেল ডিগ্রী কলেজ ১টি, আসন ৫০টি। হামদর্দ বিশ্ববিদ্যালয় ও সরকারী ডিপ্লোমা পর্যায়ের কলেজ ও বেসরকারী ডিপ্লোমা কলেজ রয়েছে। সরকারী পর্যায়ে (আংশিক) নিয়োগ মেডিকেল অফিসার ১+১ মোট ২ জন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী হাসপাতাল। ডিপ্লোমাদের সৃষ্ট পদ ৯০-৯০ মোট ১৮০ টি, নিয়োগ হয়নি একটিও। হোমিওপ্যাথিকঃ- সরকারী ও বেসরকারী ডিগ্রী কলেজ ১ টি করে মোট ২ টি, আসন সংখ্যা ১৫০ টি। কোন বিশ্ববিদ্যালয় নেই। সরকারী পর্যায়ে (আংশিক) নিয়োগ মেডিকেল অফিসার ১ জন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী হাসপাতাল। ডিএইচএমএস ডাক্তার সহকারী মেডিকেল অফিসার সুপারিশকৃত পদ ৯০ টি, নিয়োগ হয়নি একটিও। অনুমোদিত ডিপ্লোমা কলেজের সংখ্যা ৬৭টি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বিচার ও নিহতদের রাষ্ট্রীয় শহীদী মর্যাদার দাবি করবে বিএনপি

ইসরায়েলি নেতার মৃত্যুদণ্ড চান আয়াতুল্লাহ খামেনি

জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

কক্সবাজারে বিমানবাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, নিহত ১

না ফেরার দেশে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

মুন্সীগঞ্জের রাজু খানের স্বাস্থ্যসেবা বিষয়ে ডক্টরাল ডিগ্রি অর্জন 

মুন্সীগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কিল কম্পিটিশন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মিরকাদিমে দেশী ও প্রবাসী মানব কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জে হাতুড়ির আঘাতে প্রাণ গেলো রাজমিস্ত্রির