মো. শওকত হোসেন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ কার্যক্রম শেষে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস৷
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এ নিবন্ধিত সম্পূরক ভোটার তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস ও ইউনিয়ন পরিষদ অফিসে প্রকাশিত ভোটার তালিকা প্রদর্শন করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, ভোটার তালিকা হালনাগাদ এ নিবন্ধিত ভোটারদের কারো তথ্যে ভুল থাকলে তারা ১০ আগষ্ট ২১ আগষ্ট তারিখ পর্যন্ত ফ্রি সংশোধনের আবেদনের সুযোগ পাবেন। এই সংশোধন আবেদন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে ফরম-১৪ তে আবেদন করতে হবে। আবেদনের সাথে সংশোধনের স্বপক্ষে উপযুক্ত ডকুমেন্ট দাখিল করতে হবে। সংশোধন আবেদন পাওয়ার পর আগামী ২৬ আগস্ট ২০২৫ তারিখের ভিতর উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনীয় সংশোধন কার্যক্রম সম্পন্ন করবেন।#