রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে উদ্ধার হওয়ার ৮ দিন পর গন্ধগোকুল (স্থানীয়ভাবে যাকে “গাছ খাটাশ” বলা হয় ) অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর এলাকায় গন্ধগোকুলটি অবমুক্তকরণ করা হয়।
রাজবাড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, আট দিন আগে শ্রীপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গন্ধগোকুলটি আহত হয়। গন্ধগোকুলটির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। পরে এটি উদ্ধার করে জমিদার বাড়ী জীববৈচিত্র রক্ষা কমিটির আশ্রয়ে নিয়ে আসা হয়। পরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুকের পরামর্শে প্রাণীটির চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে উঠলে শনিবার বিকেলে এটি অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, গন্ধগোকুল বা গাছ খাটাস একটি বিলুপ্তপ্রায় প্রাণী, যা সাধারণত খেজুর ও তালের রস, বিভিন্ন ফলমূল এবং ফসলের ক্ষতিকর পোকা খেয়ে জীবনধারণ করে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এ প্রাণীর শরীর থেকে পোলাও চালের মতো গন্ধ বের হয়।
গন্ধগোকুল অবমুক্তকরণ করার সময় জীববৈচিত্র রক্ষা কমিটির নেতৃবৃন্দ সবাইকে প্রকৃতির বিরল প্রাণীগুলো রক্ষার আহ্বান জানান এবং আহত কিংবা বিপন্ন প্রাণী দেখলে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
গন্ধ গোকুলটি অবমুক্তকরণের সময় আরাম ঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তী, আরাম ঘর জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুুর রহমান দিলু, আরাম ঘর শিশু নিকেতনের সংগীত শিক্ষক রেজওয়ান হোসেন, নাট্যশিল্পী শাহ মোঃ আলমগীর উপস্থিত ছিলেন।