বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

টঙ্গীবাড়িতে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজারে এক অভিযানে মুদি দোকান ও কনফেকশনারি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। এ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ তিনটি প্রতিষ্ঠান হচ্ছে কামাল স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা ও সুমন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এখানে মোট ১২ হাজার টাকা জরিমানা টাকা আদায় করা হয়।
বুধবার ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঐ তিনটি প্রতিষ্ঠানের মালিকরা মুদি দোকান ও কনফেকশনারি দোকানে ক্রয় রশিদ ও মূল্য তালিকা যাচাই এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য বিক্রি করার কারণে তাদের এদিন জরিমানা করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ