স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদরের পেট্রোল পাম্প থেকে মানিকপুর ১০ তলা এবং মানিকপুর ১০ তলা থেকে কাটাখালি পর্যন্ত সড়কের দীর্ঘস্থায়ী মেরামত, গ্যাস লিকেজ স্থায়ীভাবে বন্ধ এবং আসন্ন বাজেটে টেন্ডারবাজি দমনের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় যুব সংগঠন দুর্জয় তারুণ্য (Invincible Youth)।
এসময় পথসভা ও মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, দুর্জয় তারুণ্য সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রুইয়াম, মুন্সীগঞ্জ বিডি ক্লিনের উপ-সমন্বয়ক লজিস্টিকস রিফাত হোসাইন, দুর্জয় তারুণ্যের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম রহমান বৃন্ত, জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তামিম, ইউনাইটেড যুব ফোরামের সভাপতি সাইফুল বিন বাড়ি, মুন্সীগঞ্জ সেবা কেন্দ্রের সভাপতি জান্নাতুল ফেরদৌ জুঁইসহ আরো অনেকে।
বক্তারা বলেন, কাটাখালি ও মানিকপুরের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সেই সাথে গ্যাস লাইনের লিকেজ জনসাধারণের জন্য মারাত্মক বিপদ তৈরি করছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বছরের পর বছর এসব সমস্যার সমাধানে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
তারা আগামী বাজেটে এসব দাবিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ দাবি করেন।#