বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জে মাহিম হত্যা: সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে নিহত মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আলহাজ্ব এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও এলাকার সাধারণ জনগণ।

মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার, মা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা এসময় মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ মে বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহিম সরকার (২০)। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা সবুজ সরকার গত ২৯ মে দুই জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন প্রধান আসামি নাঈম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও এখনও পলাতক রয়েছেন অপর আসামি ইমরান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ