স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৩ তম শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ পদ্ম অঞ্চল (জাতীয় পর্যায়) চট্টগ্রাম এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে পদ্ম অঞ্চল-জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন (একক) চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জের কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। সে মুন্সীগঞ্জ জেলার কাজী কমরউদ্দিন ( কে. কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও শাম্মী কাজী দম্পতির কনিষ্ঠ পুত্র।
বৃহস্পতিবার দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা:শাহাদাত হোসেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য’র হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ সহ অন্যরা।