স্টাফ রিপোর্টারঃ
গত ২৫ জুন শুরু হয়ে ২৯ জুন পর্যন্ত চলা এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী এবং ২ জন সাপোর্ট স্টাফ অংশগ্রহণ করেন।
কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার আকতার হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার নাজমা চৌধুরী এলটি, জেলা সম্পাদক এডভোকেট মজিবুর রহমান শেখ, স্কাউটার মমিনউল্লা, শামসুদ্দোহা, মো. মোজাম্মেল হক, মেহেদী হাসান রাহাত ও জিনিয়া ফেরদৌস।
কোর্সের অন্যতম আকর্ষণ ছিল মহা তাবু জলসা। এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব ইয়াসিন সুমন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
জেলা সম্পাদক এডভোকেট মজিবুর রহমান শেখ বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্কাউট আন্দোলনে নেতৃত্ব প্রদানে সক্ষম হবে। ভবিষ্যতে এমন কার্যক্রম আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা, যারই বাস্তব প্রতিফলন ঘটেছে এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে।