স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে শুক্রবার বিকালে ইউনিয়ন ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রাম্য রাস্তায় রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শেখ জাহিদ,কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদের টঙ্গীবাড়ি উপজেলা সহ-সভাপতি রোপন শেখ, বিটি কলেজ ছাত্রনেতা জুবায়ের ঢালী, নাইম উকিল,শিমুল খান,মাহমুদ শেখ,তালহা দেওয়ান ও হৃদয় খান প্রমুখ। এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ সবুজ গ্রাম গড়ার লক্ষ্যে সকলের প্রতি বৃক্ষরোপন করার আহ্বান জানান।