মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৫ আগস্ট ২০২৪) রাত ১০টার দিকে রাজধানীর ফার্মগেটের মনিপুরী পাড়ার একটি আবাসিক ভবন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইদিন থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, “আমরা খবর পেয়েছি তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে তাকে কোথা থেকে এবং কারা গ্রেপ্তার করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী তাকে আমাদের কাছে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয় এবং আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এরপর থেকে অনেক ক্ষমতাসীন দলের সাবেক নেতারা আত্মগোপনে চলে যান। ফয়সাল বিপ্লব তাদের অন্যতম ছিলেন। গ্রেপ্তার-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।