কাজী হাসান
আশির দশকের শেষের দিকে জাপানে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ৫/৬ জন সার্জনের একটি টিম। সেই টিমের একজন ছিলেন ডা. সরদার এ. নাঈম। ১৯৬০ সালের ৯ জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের কৃতিমুখ। তাঁর প্রয়াত পিতা সরদার আবদুল কাদের ছিলেন সোনালী ব্যাংক এর ডিজিএম।
ডা. সরদার এ. নাঈম বারডেম হাসপাতালে ১৯৯১ সালের ২০ ডিসেম্বর দেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করেন সফলতার সঙ্গে। বলা হয় এটা দক্ষিণ এশিয়ায় এ ধরনের প্রথম অস্ত্রোপচার।
ডা. সরদার এ. নাঈম এ পর্যন্ত সফলভাবে ত্রিশ হাজরের ওপর ল্যাপারোস্কোপিক সার্জারি করেছেন। গড়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ রিটায়ারমেন্ট হোমস এর মতো দেশ সেরা মানবিক আটটি সেবা প্রতিষ্ঠান।
৬৫তম জন্মবার্ষিকীতে প্রফেসর ডা. সরদার এ. নাঈমকে শুভেচ্ছা নিবেদন করে ‘সোনারং ভিজ্যুয়াল আর্টস’ থেকে আজ রাতে আমরা প্রকাশ করতে যাচ্ছি একটি ভিডিও ফিচার।
জন্মদিনে ডা. সরদার এ. নাঈমকে জানাই অগণন শুভেচ্ছা!
কাজী হাসান : লেখক, গবেষক, পরিবেশবিদ, নির্বাহী পরিচালক, সোনারং তরুছায়া, গজারিয়া