স্টাফ রিপোর্টার: মাজেদুল ইসলামকে এনসিপি’র মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক করেছে কেন্দ্রীয় কমিটি। আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ১৮ সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার সকাল ১০টায় এনসিপির দলটির সমন্বয়ক অনুমোদিত কমিটির হার্ড কপি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত স্মারকে এই কমিটি অনুমোদন করা হয়।
এতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এক নারীসহ সাতজনকে। তারা হলেন- ফারজানা আক্তার, এডভোকেট মারুফ হাসান মন্টি, আল-মাহবুব রবিন, সেলিম মাহমুদ, শাহ আলম লিটন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম জুয়েল ও সাখাওয়াত মুরসালিন।
সদস্য করা হয়েছে ১০ জনকে। তারা হলেন- গাজী আব্দুল আলিম, আলী নেওয়াজ, লাবনী (নিঝুম), ইশতিয়াক আহমেদ, মিতালি ইসলাম মিতু, হাসানুল ইসলাম, নাজিম উদ্দিন, মো. জুবায়ের, অ্যাডভোকেট মেহেদী হাসান, মো. মামুন হোসেন।
অপরদিকে সিরাজদিখান উপজেলায় আলী নেওয়াজকে প্রধান সমন্বয়ক করে ১৩সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলায় ইশতিয়াক আহমেদকে প্রধান সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।