বুধবার , ৪ জুন ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে মৃত্যু: ছাদ থেকে পড়ে ঢাকায় নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের কালির আটপাড়া এলাকায় রাকা ইন্ড্রাষ্ট্রিজ পিএলসি নামের একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানের দুই তলা বিশিষ্ট টিন শেডের ছাদ থেকে পরে শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

স্বজনরা জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। নিহত পলাশ শেখ (২২) পার্শ্ববর্তী সুয়াপাড়া এলাকার নাজিম শেখের পুত্র।

নিহতের বোন হাবিবা আক্তার বলেন, ‘আমার ভাই ওই ফ্যাক্টরিতে গত ৩ বছর যাবৎ শ্রমিক হিসাবে কাজ করেন। আজ বেলা ১১টার দিকে তার সহকর্মীরা ফোন দিয়ে জানান যে, আমার ভাই আম পাড়তে গিয়ে টিনের ছাদ থেকে পরে গুরুতর আহত হয়েছে, তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতালে এসে আমিসহ ভাইকে ঢাকায় নেয়ার পথে দুপুর ১টার দিকে মারা যায় সে।’

তিনি বলেন, ‘টিন গুলো খুবই ভারি ধরণের। টিন থেকে পরে কিভাবে মারা যায়? তাছাড়া রাকা ইন্ড্রাষ্ট্রিজ ফ্যাক্টরির ব্যবস্থাপনা ভালো নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে রাকা ইন্ড্রাষ্ট্রিজ পিএলসির ওয়েবসাইটে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে নিজেকে ডিজিএম পরিচয় দিয়ে ফারুক নামের এক ব্যক্তি প্রথমে তথ্যের জন্য অপেক্ষা করতে বলেন। পরবর্তীতে ফোন করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই।’

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।’

সর্বশেষ - মুন্সীগঞ্জ