স্টাফ রিপোর্টার:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরও দুইজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা মাইক্রোবাসটি বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা পরবর্তীতে ট্রাফিক পুলিশের প্রচেষ্টায় কিছুটা স্বাভাবিক করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অতিরিক্ত গতি এবং অসাবধানতাই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ।