স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনা গজারিয়া থানায় দু’পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার সকাল ১১ টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় আনারপুরা ও বড়ইকান্দী ভাটেরচর গ্রামের বাসিন্দা দুইদল ছাত্রের মধ্যে গতকাল রোববার বিদ্যালয়ের ক্লাস রুমে টেবিলে বসা শুয়ে থাকা নিয়ে কথাকাটি হয়।
ওই ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনারপুরা গ্রামের কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের সহযোগিতায় বড়ইকান্দী ভাটেরচর গ্রামের বাসিন্দা ৪ ছাত্রকে হকিস্টিক ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আহত করে।
আহত মোঃ সাঈদ বলেন, “সে ক্লাসের বেঞ্চে শুয়ে ছিলো, আমি তাকে উঠতে বললে সে আমাকে বকা জকা শুরু করে । তাদের গ্রামে স্কুল সে কারণে এরা দূর এলাকার ছাত্রদের সাথে খারাপ আচরণ করে।”
আহত ৫ ছাত্রকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহতরা হলেন, তাহিন (১৬), জোবায়ের (১৫), মো: আবদুল্লাহ (১৫) ও সাইফুল ইসলাম (১৭)। এরা সকলেই বড়ইকান্দি ভাটেরচর গ্রামের বাসিন্দা এবং মোঃ সাঈদ মিয়া ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের বাসীন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। দুই পক্ষেরই অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন হবে।#