শুক্রবার মধ্যরাতে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা এলাকার মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় আটক করে। পরে গজারিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ট্যাংকলরিটি থানায় নিয়ে যায় এবং ট্রলার দুটি ঘাট ইজারাদারের জিম্মায় মেঘনা ঘাটে রেখে যান।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ মেঘনা ঘাট বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে নোঙ্গর করা বড় বড় নৌযান (শিপ) থেকে অবৈধ উপায়ে চোরাই তেল বিক্রির নিরাপদ রুট হিসেবে পরিচিত। রাত হলেই সক্রিয় হয় চোরা কারবারী চক্রটি।
স্থানীয় ব্যবসায়ী হেলালউদ্দিন ভূইঁয়া দাবী করেন, গোপালগঞ্জ জেলার অধিবাসী বোরহান উদ্দিন(গোপালী বোরহান)নামে পরিচিত এক ব্যক্তি দীর্ঘ বছর ধরে চোরাই তেলের ব্যবস্যা করে শত কোটি টাকার মালিক হয়েছেন। দীর্ঘদিন যাবৎ রাতের আধারে তিনি এই ব্যবসাটা করলেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাহিরে। অভিযুক্ত চোরাইতেল ব্যবসায়ী বোরহান উদ্দিনের সাথে যোগাযোগে চেষ্টা করেও না পাওয়ায তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।