বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

ছুটি পাননি ৪৯৫ ইউএনও, কর্মস্থলেই করলেন ঈদ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

সভ্যতার আলো রিপোর্ট: দেশের ৪৯৫ টি  উপজেলার প্রায় সকল উপজেলা নির্বাহী অফিসারগণ নিজ কর্মস্থলে ঈদ করছেন। পবিত্র এই উৎসবকে আর আনন্দময় রাখতে এবং নিরাপত্তা বিধান করতে বরাবরের মতো এবারও ছুটির সুযোগ হয়নি ইউএনওগণের। তারা কর্মস্থলে থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষে ঈদ শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের মাঝে।

রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও দেশের সম্মানিত নাগরিকবৃন্দের সিয়াম সাধনাকে স্বস্তিময় করতে রাষ্ট্রের অন্যান্য দপ্তর,সংস্থার পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট প্রভৃতির মাধ্যমে আইনবহির্ভূতভাবে মূল্যবৃদ্ধি, অবৈধ সিন্ডিকেট, মজুদদারি ইত্যাদির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন মাঠ প্রশাসনের সকল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।অনেক উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিংবা ছোটো কোনো ইস্যুতে দুটি পক্ষ দাঁড়িয়ে যায় যারা যৌক্তিক কিংবা অযৌক্তিক কারণে ঈদের জামাতকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয়।

এর ফলে ঈদের দিন ঈদ জামাতের সময় ব্যাপক সংঘর্ষ বা সংঘাতের আশঙ্কা তৈরি হয়। ইউএনওগণ ঈদের দুই বা একদিন আগে এসব পক্ষের সাথে সমঝোতায় বসা নিয়ে অনেক ব্যস্ত থাকেন। জানা গেছে, ঈদের জামাতকে কেন্দ্র করে সারাদেশে বহু উপজেলায় এই সমস্যাগুলো তৈরি হয়েছিলো যা ইউএনওগণ সম্পূর্ণ নিজের ক্যারিশমা দিয়ে সমাধান করেছেন। এছাড়াও সকল উপজেলায় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহিদ পরিবারের জন্য ঈদ উপহার এসেছে। এই উপহার শহিদের পরিবারের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন ইউএনওগণ।

এর মধ্যে যে সকল উপজেলার ইউএনওগণ প্রয়োজনে ঈদের ছুটি পেয়েছেন সেসকল উপজেলায় এসিল্যান্ড দায়িত্বে আছেন। অর্থাৎ মাঠ প্রশাসনে কর্মরত বেশিরভাগ অফিসারের ঈদের ছুটি নেই।  দেশে যখন ঈদের দীর্ঘ ছুটি তখন প্রিয়জন-  পরিবার পরিজনদের রেখে নিজ কর্মস্থলেই ঈদ করেছেন ইউএনও গণ৷ জনসাধারণের ঈদকে আনন্দময় করতে নিরলস ভাবে এক অনন্য ভূমিকা রেখেছেন ইউএনওগণ। ঈদে জনগণ খুব কাছ থেকে মাঠের এই কর্মকর্তাদের সহযোগীতা পান। ঈদের জামাত সুষ্ঠু ভাবে সম্পন্ন সহ নানান সমস্যা নিরসনে তাদের জোড়ালো  ভূমিকা জনগণ স্বস্তি পাচ্ছেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,  দেশের ৪৯৫ টি  উপজেলার প্রায় সকল উপজেলা নির্বাহী অফিসারগণ নিজ কর্মস্থলে ঈদ করছেন। রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও দেশের সম্মানিত নাগরিকবৃন্দের সিয়াম সাধনাকে স্বস্তিময় করতে  নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট প্রভৃতির মাধ্যমে আইনবহির্ভূতভাবে মূল্যবৃদ্ধি, অবৈধ সিন্ডিকেট, মজুদদারি ইত্যাদির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন  ইউএনওগণ। এছাড়াও জনসাধারণের ঈদকে বর্ণিল ও স্বস্তিময় করতে  মাঠ প্রশাসনে কর্মরত বেশিরভাগ অফিসারের ঈদের ছুটি নেই।

ঈদের জামাতকে কেন্দ্র করে সারাদেশে বহু উপজেলায় কিছু সমস্যাগুলো তৈরি হয়েছিলো যা ইউএনওগণ সুন্দর ভাবে সমাধান করেছেন। যেকোন পরিস্থিতিতে জনসাধারণের কল্যাণে ইউএনওগণ সব সময় নিয়োজিত থাকবেন।

ঈদ জামাত শেষে জনসাধারণের সাথে কুলাকুলি করছেন মুন্সীগঞ্জ সদরের ইউএনও মাহবুবুর রহমান। -সভ্যতার আলো

 

 

সভ্যতার আলো/ এমএজে

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্দ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন 

চলে গেলেন প্রবীর মিত্রও

নতুন সরকারের উপদেষ্টা হলেন মুন্সীগঞ্জের আদিলুর রহমান খান

রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

সিরাজদিখানে র‍্যাব ১০ এর ক্রীড়া সামগ্রী বিতরণ

সাঁতারে বিশ্ব  প্রতিযোগিতা অংশ নিতে সার্বিয়ায় যাচ্ছে স্বর্ণ জয়ী মুন্সীগঞ্জের মাইশা

সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

মেঘনায় স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ৪

ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আ.লীগকে হটিয়ে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এখন বিএনপির দখলে