মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা, সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা, সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টা

আনিছুর রহমান রুবেলঃ

বাংলাদেশে দুর্নীতি এখনো বড় সমস্যা,একটা লাগামহীন দুর্নীতির দেশ। এই দৃর্নীতি যদি একটু কন্ট্রোলে আনা যেতো তাহলে দেশ আরো উন্নত হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশে প্রাইভেট পড়ানোর শংখ্যা বেড়ে গেছে। একসময় প্রাইভেট পড়ানো হতো না। এখন ফেল করার ছাত্র নেই শুধুই জিপিএ ৫।
শিক্ষকরা একাধারে মার্ক দিয়ে যায়। ফেল করার কোন সুযোগ নাই। আমরা এমন পড়াশোনা চাই না।
সভাপতির বক্তব্যে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন বলেন, -স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের এ এলাকার গর্ব।উপদেষ্টা মহোদয়ের জন্যই এই স্কুল সরকারি করন করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, -স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মত ভবিষ্যতে ও আরো প্রতিভাবান সৃস্টি হবে এখান থেকে।
সোমবার বিকাল ২.৩০ মিনিটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপকমিটর আহব্বায়ক সিনিয়র শিক্ষক পরিমল দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ অতিরিক্তজেলা প্রশাসক আতাউল গনি ওসমানি, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার,সরকারী কুঞ্জবিহারী ডিগ্রী কলেজের অধ্যাক্ষ রসময় কীর্তনীয়া,,সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান,বীর মুক্তযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়াহেদুজ্জামান মিলন,ইছাপুরা বিএনপির সভাপতি মোঃ নাজমূল হোসেন প্রমুখ। পরে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র, একাডেমিক পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ