স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে কুচিয়ামোড়া জোড়া ব্রিজের ঢালে অটোরিকশা ও আব্দুলপুর মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি মিনি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে উভয় যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।