স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত নেহাল আহাম্মেদ জিহাদ (২৪)-এর ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ মে) দুপুর ১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইমরান আহমেদের উপস্থিতিতে শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই আদেশ দেন। আসামি জিহাদ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মো. মনির হোসেনের ছেলে।
এর আগে রবিবার (১১ মে) আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার যাত্রাবিরতির সময় একটি লঞ্চে দুই তরুণীকে মারধর, যৌন নিপীড়ন, ভাঙচুর ও হুমকির ঘটনায় মুক্তারপুর নৌ পুলিশের এসআই মো. মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় জিহাদসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়।
ঘটনার পরদিন শনিবার অভিযুক্ত জিহাদকে আটক করে পুলিশ।