বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিল রেখা গুপ্তকে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ

ভারতে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। শালিমার বাগের এই বিধায়ককে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের দলীয় বৈঠকে রেখার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দুপুর ১২ টায় মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন।

নয়াদিল্লি বিধানসভা আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ভোটে হারানো পরবেশ বর্মা বুধবারের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। রেখা এবারই প্রথম বিধায়ক হয়েছেন।

২৭ বছর পর এবারের দিল্লি বিধানসভা নিরবাচনে ফের ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর ভোটে হেরেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

ভোটে জয়ের পর ১১ দিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। শোনা যাচ্ছিল এবার মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক দিতে পারে বিজেপি।

বলা হচ্ছিল, লিঙ্গ ভারসাম্য, জাতিগত ও সম্প্রদায়গত সমীকরণ এবং রাজনৈতিক অভিজ্ঞতার মতো সব অঙ্ক কষেই এবার বিজেপি মুখ্যমন্ত্রী বাছাই করতে পারে। উঠে আসছিল একাধিক নাম। তার মধ্যে ছিল একধিক নারীর নামও।

ধারণা করা হচ্ছিল, কোনও নারীই হয়ত এবারে এ পদে আসতে পারেন। অবশেষে তাই হল। একজন নারীকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল বিজেপি।

সংবাদমাধ্যমে রেখা গুপ্ত বলেন, “আমি বিজেপি-কে ধন্যবাদ জানাই। আপনাদের সবার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। দিল্লিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি বদ্ধপরিকর।”

এনডিটিভি লিখেছে, বিজেপি-র জন্য, রেখা গুপ্তর নির্বাচনে জয় কেবল ধারাবাহিকতার চিহ্ন নয়, এ এক নতুন অধ্যায়ের সূচনা।

রেখা গুপ্ত কে?

রেখা গুপ্ত বণিক সমাজের প্রতিনিধি। তিনি একসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন এবিভিপি-র নেত্রী ছিলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও ছিলেন। এবারই প্রথম বিধায়ক হলেও রাজনীতিতে তার অভিজ্ঞতা অনেক দিনের।

রেখার জন্ম হরিয়ানার জুলানায় ১৯৭৪ সালে। দিল্লির দৌলতরাম কলেজ এবং উত্তরপ্রদেশের মেরঠের চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তিনি। ১৯৯৬ সালে সভাপতি নির্বাচনে জয়ী হন রেখা।

২০০৭ সালে তিনি প্রথম দিল্লির পৌরভোটে জিতেছিলেন। হয়েছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরএসএস-এর সদস্য রেখা বর্তমানে বিজেপি-র নারী মোর্চার অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি।

তাছাড়া, বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের চেয়ে গুপ্তর বয়সও কম। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে মুখ্য়মন্ত্রীরা আছেন তাদের গড় বয়স ৫৫। আর রেখা গুপ্তর বয়স ৫০।

সুষমার পর ফের এক নারী মুখ্যমন্ত্রী:

দিল্লিতে বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, যিনি ১৯৯৮ সালে ৫২ দিনের জন্য এই পদে ছিলেন। সুষমার পর কংগ্রেসের শীলা দীক্ষিত এবং সম্প্রতি আম আদমি পার্টির আতিশী মার্লেনার পর চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লি পেল রেখাকে।

ওদিকে, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ভারতের একমাত্র নারী মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গিয়েছিলেন। বিজেপি দিল্লি বিধানসভা নিরবাচনে জয়ের পর ভারতের একমাত্র নারী মুখ্যমন্ত্রী মমতাই থেকে যাবেন কি না, তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল। রেখা সেই জল্পনার অবসান ঘটালেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

গুজব–ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় ৪ দিন ধরে প্রবাসীর মার্কেটে তালা

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক কমিটির সদস্য হলেন মুন্সীগঞ্জের রহিমা শিকদার

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বিদায় সংবর্ধনা

পঞ্চসারে দূর্গাপূজায় পূজামন্ডপে অর্থ বিতরণ

বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার

শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, মাসে ৬০ লক্ষাধিক টাকার গ্যাস চুরি

নারীর ক্ষমতায়নসহ সকল অর্জনের অংশিদার গণমাধ্যমকর্মীরা-ইন্দিরা

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের