মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জের উদীয়মান ক্রিকেটার মো: উমায়ের শেখ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের ঢাকা সাউথ সিলেকশন ট্যুরে সুযোগ পেয়েছেন। সে ঢাকা ডিভিশনের এ খেলায় মুন্সীগঞ্জের একক খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছেন।
মো: উমায়ের শেখ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মো: সুমন শেখের পুত্র৷ সে স্বনামধন্য মাস্কো ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন। এর আগে অনুশীলন করতেন মুন্সীগঞ্জ সদরের গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমিতে। বর্তমানে ক্রিকেট অনূর্ধ্ব১৪’তে ঢাকা ডিভিশনের হয়ে কক্সবাজারে অবস্থান করছেন উমায়ের। উমায়ের শেখের বাবা মো: সুমন শেখ বলেন, অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের ঢাকা সাউথ সিলেকশন ক্যাম্প শেষ করে সিলেকশন ট্যুরে সুযোগ পেয়েছেন উমায়ের। সে স্বপ্ন দেখে একজন ভালো ক্রিকেটার হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে। উমায়ের সকলের নিকট দোয়া চাই।
এদিকে উমায়েরের অর্জনে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের আমেজ তৈরি হয়েছে। পরিবার, কোচ ও স্থানীয় ক্রীড়ামোদীরা তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।