গজারিয়ায় গাড়ি চাপায় নারী শ্রমিক নিহত, চালকসহ মাইক্রো আটক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় গাড়ি চাপায় এক নারী পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়িসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে মহাসড়কের বাউশিয়া আনোয়ার সিমেন্টে শীট কারখানার সামনে সড়ক পারাপারে সময় ঢাকাগামী মাইক্রোবাস পথচারী রুবিনা আক্তারকে(৩৫) চাপা দেয়। উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহত রুবিনা আক্তার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলীর রাধানগর গ্রামের মো. কয়েছের স্ত্রী। তিনি আনোয়ার সিমেন্ট শিট কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
স্বামী কায়েছ এবং দুই সন্তান নিয়ে রুবিনা বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। চালকসহ মাইক্রোটি আটক করা হয়েছে, আইন আনুক ব্যাবস্থা প্রক্রিয়াধীন।