স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত দেওয়ান সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১ টার দিকে ডিবির একটি আভিযানিক টিম জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় হত্যাসহ ১৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি থানায় হত্যাসহ ১৩ মামলা রয়েছে।#