শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে শুটার মান্নান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি রামদা ও তিনটি ছেনিদা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) ভোর ৬ টার দিকে গজারিয়া থানা পুলিশের একটি টিম নৌপুলিশের সহযোগিতায় উপজেলার ষোলআনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আজিজুর রহমান ওরফে পলাশ গাজী (৩৯) কে গ্রেফতার করা হয়। সে ষোলআনী এলাকার মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, তল্লাশির সময় আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গজারিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ