স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নতুন আহ্বায়ক হয়েছেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহসীন মিয়া। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) জারি করা হয় ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি।
কমিটিতে যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম আজাদ (বাচ্চু) এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন।
কমিটিতে আরও সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, এ.কে.এম. আবুল বাসার মোল্লা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল মোত্তালিব খান পটু, মোঃ আব্দুল আউয়াল ঢালী, মোঃ দুলাল হোসেন, মোঃ ফজলুর রহমান ও মোঃ আব্দুল খালেক।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত পত্রে বলা হয়, “দীর্ঘ সময় পর জেলা ইউনিটের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করে আমরা আনন্দিত। নবগঠিত কমিটির সকল সদস্য এবং মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
কমিটি অনুমোদনের বিষয়টি অবগতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অনুলিপি প্রদান করা হয়েছে।
তিনি মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সদস্য সচিব, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য।
তার এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নেতৃবৃন্দ। এডহক কমিটি জেলা মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।