স্টাফ রিপোর্টার:
আজ রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস। ২০২৪ সালের এই দিনে মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিন শ্রমিক। দিবসটি স্মরণে নানা মহলে গভীর শ্রদ্ধা ও আবেগে দিনটি পালন করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের সেই রক্তাক্ত দিনে শহরের উত্তর ইসলামপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান তিনজন—সজল মোল্লা (৩১), রিয়াজুল ফরাজী (৩৮) ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২)।
এই ঘটনার সূত্র ধরে জেলার বিভিন্ন এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। একই সময়ে ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও আন্দোলন চলাকালে নিহত হন আরও ১৩ জন।
এই প্রেক্ষাপটে ৪ আগস্ট দিনটি মুন্সিগঞ্জবাসীর কাছে শুধু একটি স্মৃতি নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গণতান্ত্রিক অধিকারের এক জীবন্ত ইতিহাস।
স্মৃতিচারণে সম্প্রতি শহরের উত্তর ইসলামপুর এলাকায় নির্মাণ করা হয়েছে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’, এবং লিচুতলা এলাকায় স্থাপন করা হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’।
এই সব স্মারক শুধু শহিদদের প্রতি শ্রদ্ধা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক চেতনার বার্তা বহন করে।
রক্তাক্ত মুন্সীগঞ্জ দিবসে আজ সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম এবং সচেতন নাগরিকদের মাঝে নতুন করে আলোচনায় এসেছে ৪ আগস্টের সেই বেদনাদায়ক ঘটনা।