স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ বুধবার দিনগত রাত ১০ টার দিকে ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা পাভেল সদর উপজেলার ভট্টাচার্য্যরেবাগ গ্রামের প্রয়াত হাবিবুর রহমান হবি ঢালীর ছেলে। সে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুল হাসান মারুফের দায়েরকৃত মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামী সে। পুলিশ জিজ্ঞাসাবারে জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেন। পরে আদালত আগামী রোববার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।