স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি কনক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের উপর উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্রাকচালক মিরাজ (৪০) চালিত মিক্সারটি মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়লে তিনি গাড়িটি সেতুর ওপর থামিয়ে রেখে খাবার খেতে চলে যান। এ সময় গাড়ির হ্যান্ডব্রেক কিংবা নিরাপত্তা না টানায়, হেলপারও নিচে নেমে গাড়ির ত্রুটি দেখতে ব্যস্ত ছিলেন। চালকবিহীন অবস্থায় ট্রাকটি ধীরে ধীরে পিছনে সরে যেতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশ থেকে ডান পাশের রেলিংয়ে উঠে যায়। দুর্ঘটনার ফলে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে যায় এবং মিক্সার ট্রাকটি ঝুলে পড়ে। এটি একটি ভারী নির্মাণ যান পরে রেকারের মাধ্যমে সরানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জনসাধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালান।