বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে আয়োজিত হলো এক হৃদয়স্পর্শী প্রার্থনা সভা। গত বছরের ‘জুলাই বিপ্লব’-এ শহীদ হওয়া ছাত্র-জনতার বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনায় মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধাগোবিন্দ মন্দিরে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা পরিচালনা করেন অত্র মন্দিরের প্রধান পূজারী শ্রী মথুরাপতি গোবিন্দ দাস ব্রহ্মচারী। সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল।
প্রার্থনা সভায় মন্দির পরিচালনা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু রতন কুমার দাস, সহ-সভাপতি ডাঃ তপন কুমার দাস, সাধারণ সম্পাদক বাবুল নির্মল চন্দ্র সাহা, কোষাধক্ষ্য বাবু গৌরাঙ্গ হাজরা, সহ-সভাপতি কমল চন্দ্র সাহা ও পবন সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন লিটন দাস, বিপুল মুখার্জি, বাবু দিলীপ সাহা, মহিলা সম্পাদিকা অঞ্জলি দাস, শিক্ষিকা গীতা রানী সাহা, পূর্ণিমা শীল, রুমা সাহা, ছন্দা সাহা, মন্টি সাহা ও মলিনা সাহা। এলাকার অগণিত নারী-পুরুষও প্রার্থনা সভায় অংশগ্রহণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বৈষম্যমুক্ত, ন্যায়ের সমাজ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।