রবিবার , ২৯ জুন ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জে রাজনৈতিক পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২৯, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের কদমতলী গ্রামে রাজনৈতিক পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—শাহাজাহান বেপারী, আবুল হোসেন বেপারী, শাহাদাত বেপারী, আব্দুল সালাম বেপারী ও আব্দুল হক বেপারী। তারা বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের দুই প্রভাবশালী রাজনৈতিক গ্রুপ—হাকিম মিজি ও সাঈদুর রহমান ফকির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই পূর্ব বিরোধের জের ধরেই হাকিম মিজির অনুসারী মন্টু সরকারের নেতৃত্বে প্রতিপক্ষ সাঈদুর ফকিরের লোকজনদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ