স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুকুরে ডুবে আয়াত নামের ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন ২০২৫) সকাল ৮টার দিকে আউটশাহী ইউনিয়নের মুসুল্লিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিশুটি আউটশাহী মুসুল্লিপাড়া গ্রামের মো. রাসেল ছৈয়াল ও মোছা. শীলা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল। ঘটনার দিন সকাল ৮টার দিকে মা শীলা বেগম নিজ হাতে আয়াতকে খাওয়ানোর পর শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে খেলতে থাকে। কিছুক্ষণ পর মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুর ঘাটে গিয়ে দেখা যায় আয়াত পানিতে ভাসছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আয়াতের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ঘটনা সম্পর্কে টঙ্গীবাড়ি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার মো. মহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”