রবিবার , ২৫ মে ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ২৫, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন  হয়েছে।

উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।
আজ রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি লৌহজং সরকারি কলেজ থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান৷
সভায় বক্তারা ভূমি অফিসে দুর্নীতিমুক্ত, গতিশীল ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। উক্ত মেলায় এক দিনেই নামজারি সেবা, এক দিনেই চান্দিনা ভিটি ও ভিপি লিজ নবায়নসহ সেবা প্রদান করা হবে৷ ভূমি উন্নয়ন কর/ খাজনা সহজেই প্রদান করা যাবে৷ এছাড়া মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণে সরকারি ফি প্রদানের মাধ্যমে সি.এস, এস.এ, আর.এস এবং নামজারি খতিয়ানের অনলাইন কপি ও ডি.সি.আর প্রদান করা হবে৷ আগামী ২৭ মে সকাল ১০ টায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার৷
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং সরকারি কলেজের উপাধ্যক্ষ উপাধ্যক্ষ শহিদুর রহমান সিকদার, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জুয়েল, একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মো. শওকত হোসেন/ লৌহজং

সর্বশেষ - মুন্সীগঞ্জ