স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার ৩৭ এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ উল আযহা ও গ্রীষ্মকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আজ সোমবার সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত পঞ্চসার ৩৩ কেভি ফিডারের রাইট অব অয়ে সহ উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর ফলে এই সময়ে নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না তা হলো- জেলা ও দায়রা জজ আদালত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ফায়ার সার্ভিস, মুক্তারপুর, ষোলঘর, মানিকপুর, ইটভাটা এলাকা (আংশিক), চৌরাস্তা, শ্রীনগর অফিস, হাটলক্ষীগঞ্জ, গোয়ালঘাট, বাজার রোড (আংশিক), বজ্রযোগিনী (আংশিক), পঞ্চসার, ভিটিকান্দি, কোর্টগাঁও, কালিরচর মোড়, বাইপাস রোড, পুরানগাঁও, হাসপাতাল রোড, বজ্রযোগিনী, চরকেওয়ার (আংশিক), রিকাবীবাজার, কলেজরোড, শিলই, পূর্বখারগাঁও, দিঘীরপাড় (আংশিক)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই স¤পন্ন হলে বিদু্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে কাজ বিলম্বিত হলে পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন নাম্বার ০১৭১৩-৮০৪৩৯০ (হাসাড়গাঁও অভিযোগ কেন্দ্র) এবং ০১৭১৩-৮০৪৩৯১ (মাঠাঘাটা অভিযোগ কেন্দ্র)-তে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।