রবিবার , ১১ মে ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবক আটক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১১, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ ওঠা যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম।

আটক নেহাল আহাম্মেদ জিহাদ উপজেলার যোগনি ঘাটের মনির হোসেনের ছেলে। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙ্গর করা তিনতলা লঞ্চ ‘এম ভি ক্যাপ্টেনে’ তরুণীদের মারধর করার ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের পোশাক পরিহিত আনুমানিক ১৫-১৭ বছর বয়সী এক নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে কোমরের বেল্ট দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন এক যুবক। এক সময় সেখানে চেক জামা পরিহিত আরেক নারীও ছিলেন।

যখন তাদের পেটানো হচ্ছিল তখন ৫০-৬০ জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছিল। তারা ঘটনার সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, “ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের উঠতি বয়সী ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি ভাড়া করে। লঞ্চটি চাঁদপুর ঘুরে ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নোঙর করে।

“এ সময় ৮-১০ জন যাত্রী চা-নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে বিষয়টিতে লঞ্চঘাটে থাকা ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়। তখন ঘাটে থাকা ৫০-৬০ জন মানুষ লঞ্চে উঠলে লঞ্চের যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। লঞ্চের লোকজন তাদের বাধা দেন।

“একপর্যায়ে লঞ্চে থাকা ছেলেমেয়েদের হেনস্তা ও মারপিট করা হয় এবং তারা লঞ্চে ভাঙচুর চালায়। এ সময় দুই নারীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করে এক যুবক।”

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে লঞ্চটিও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

লঞ্চে থাকা লোকজন তাদের মারপিট ছাড়াও মোবাইলসহ নানা কিছু নিয়ে যাওয়ার দাবি করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভুক্তভোগিরা অভিযোগ করবে বলে জানিয়েছে। নৌ পুলিশ বিষয়টি যোগাযোগ করছে।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটিতে টঙ্গীবাড়ির সুমন হালদার

নাট্য প্রযোজক সাজ্জাদ হোসেন দোদুলের জন্মদিন পালিত

আমরা ২৪ ঘন্টা সেবা দিতে প্রস্তুুত মতবিনিময় সভায় সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

টঙ্গীবাড়ীতে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস

শ্রীনগর উপজেলার ইংরেজি নাম: ‘Sreenagar’ না ‘Srinagar’? — এক ঐতিহাসিক ও বাস্তবধর্মী পর্যালোচনা

আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত। 

হাসিনা ফেরার চেষ্টা করলে রাশিয়া পাঠিয়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ

নতুন সরকারের উপদেষ্টা হলেন মুন্সীগঞ্জের আদিলুর রহমান খান

সিরাজদিখানে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক