সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

শ্রীনগর উপজেলার ইংরেজি নাম: ‘Sreenagar’ না ‘Srinagar’? — এক ঐতিহাসিক ও বাস্তবধর্মী পর্যালোচনা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

হাফিজুল ইসলাম খান

বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা শ্রীনগর, যার নামের ইংরেজি বানান নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে বিভ্রান্তি ও অসঙ্গতি। বিভিন্ন সরকারি নথি, অনলাইন সেবাপ্রদান প্ল্যাটফর্ম, এমনকি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্রেও এই উপজেলার নাম ভিন্ন ভিন্নভাবে লেখা হচ্ছে—কখনো Sreenagar, কখনো Srinagar, আবার কোনো ক্ষেত্রে ভূলক্রমে Sinagar পর্যন্ত দেখা যাচ্ছে।

ঐতিহাসিক ভিত্তি: “Srinagar” ছিল প্রচলিত নাম

ব্রিটিশ আমলে প্রণীত নথিপত্র এবং ম্যাপে ‘শ্রীনগর’ নামের ইংরেজি বানান ছিল Srinagar। সেই সময় ঢাকা জেলার অন্তর্গত শ্রীনগর থানার নামও ব্রিটিশ রেকর্ডে Srinagar Police Station হিসেবেই লেখা থাকতো। এর সঙ্গেই মিল রয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী Srinagar নামটির, যা প্রাচীন সংস্কৃত শব্দ “শ্রী” (সমৃদ্ধি, সৌন্দর্য) এবং “নগর” (শহর)-এর মিলন থেকে এসেছে।

এই ঐতিহাসিক শিকড় থেকেই বোঝা যায় যে, শ্রীনগরের যথার্থ ইংরেজি রূপ হওয়া উচিত Srinagar, যা ভাষাগত ও সাংস্কৃতিক উভয় দিক থেকেই যথাযথ।

 

বর্তমান বিভ্রান্তি ও সমস্যা

বর্তমানে বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও সিস্টেমে দেখা যায়:

•Passport Department-এ লেখা হচ্ছে Sreenagar।

•জাতীয় পরিচয়পত্র তথ্যভান্ডারে (NID) অনেক ক্ষেত্রে Sinagar বা Sreenagar বিকৃতভাবে লেখা হচ্ছে।

•মুন্সীগঞ্জ নামটিও অনেক জায়গায় Munshigonj হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে সঠিক বানান হওয়া উচিত Munshiganj।

•এক্সপ্রেসওয়ে, রেলস্টেশন, ও সড়কচিহ্নেও ইংরেজি বানান বিভ্রান্তিকরভাবে লেখা দেখা যায়।

এতে শুধু বিদেশগামী নাগরিকদের কাগজপত্র তৈরির সময় নয়, খাজনা, পর্চা, অনলাইন আবেদনসহ নানাবিধ কাজে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

 

প্রস্তাবনা ও করণীয়

১. স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে শ্রীনগরের ঐতিহাসিক নাম ও বানান পুনরুদ্ধারে ভূমিকা রাখা জরুরি।

২. সরকারের স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সকল প্ল্যাটফর্মে (standardization) করা উচিত বানান।

3.সড়ক, রেলস্টেশন, এক্সপ্রেসওয়ের সাইনবোর্ডে শুদ্ধ বানান Srinagar লেখা নিশ্চিত করা প্রয়োজন।

4.আঞ্চলিক ইতিহাসবিদদের মাধ্যমে একটি সুনির্দিষ্ট রেফারেন্স রিপোর্ট তৈরি করে সরকারকে দেওয়া যেতে পারে।

একটি অঞ্চলের নাম কেবল একটি পরিচয় নয়—এটি তার ইতিহাস, সংস্কৃতি ও সম্মানের প্রতীক। তাই শ্রীনগরের সঠিক ইংরেজি নাম Srinagar পুনঃপ্রতিষ্ঠা কেবল ভাষাগত নয়, এটি একধরনের ঐতিহাসিক দায়িত্বও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগেই এই ভুল শুদ্ধ করা সম্ভব।

লেখক: সাধারণ সম্পাদক শ্রীনগর উপজেলা বিএনপি l

 

হাফিজুল ইসলাম খান

সাধারণ সম্পাদক

শ্রীনগর উপজেলা বিএনপি

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ