রাসেদ বিল্লাহ চিশতী
বাংলাদেশে তরিকা পন্থীদের অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী ধলপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।
বাংলাদেশ তরিকত পরিষদের জরুরী সভায় সভাপতিত্ব করেন তিতাস খান্দানী দরবার শরীফের গদিনশীন পীর শাহসুফি খন্দকার আবুল বাশার খান্দানী। বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলিম অভি বৈরাবরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত পরিষদের মহাসচিব ডেমরা চিশতিয়া দরবার শরীফের ডাক্তার শামসুল আলম চিশতী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সংগঠনের মাননীয় উপদেষ্টা খাজা মইনুদ্দিন চিশতী লালপুরী। প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আলী রেজা পাহেলভি রয়েল হায়দারী, প্রেসিডিয়াম সৈয়দ জাফর সাদেক শাহ, ভাইস প্রেসিডেন্ট শাহসুফি দ্বীন মুহাম্মদ চিশতি নিজামী, যুগ্ম মহা সচিব আমিনুল এহসান ফেরদৌস, কোষাদক্ষ শাহজাদা কাজী হাবিবুন্নবী বকশী , সুফি গবেষক ও লেখক প্রকৌশলী তফিজ উদ্দিন আল কাদরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মিডু,প্রকাশনা ও বার্তা সম্পাদক নিজাম শাহ চিশতি, ইদিলপুর দরবারে শাহ সুফি সফিকুল ইসলাম,আব্দুল হান্নান শাহ আল কাদেরী, শাহ কামাল, মিলন পরদেশী, ওয়াকিয়া খিজির শাহ, লিটন নুরী সহ তরিকত পরিষদ, যুবপরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা মাজার, দরবার ও খানকা শরীফে হামলা ভাংচুরের প্রতিবাদ জানান, ফিলিস্তিনের উপর ইসরাইলী হামালার নিন্দা জানান ও বাংলাদেশের সকল তরিকাপন্থিদের ঐক্য বদ্ধ হবার আহবান জানান। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচলনা করেন বাংলাদেশ তরিকত পরিষদের সভাপতি আবুল বাশার খান্দানী।