শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জে উদ্ধার হওয়া খন্ডিত মরদেহের পরিচয় মিলেছে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ৫, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফলের কার্টনের ভেতর থেকে ঢাকার সাভার এলাকার বাসিন্দা ও বনানি এলাকার বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ ইসলাম সবুজের (২৬) মাথা ও উরুর খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি করেছিলো পরিবার।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান,  শুক্রবার বিকালে পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি এলাকায় ফলের কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কৌতুহলবশত সেটি খুললে স্কচটেপ প্যাচানো ৩টি প্যাকেটে মাথা ও উরুর অংশ পাওয়া যায়।একইদিন সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পাওয়া যায় মরদেহটির বাকি অংশ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইডি ও পিবিআইর ক্রাইম সিন।

রাত ১২টার দিকে ঢাকার সাভার থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহের পরিচয় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা এসে সেটি শনাক্ত করেন।পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে নির্মমতার আশ্রয় নেন অপরাধী।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ