স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় গুলিভর্তি রিভালবার সহ মুন্সীগঞ্জের গজারিয়ার আলী আকবর নামে এক যুবক আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশিকালে একটি মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার উদ্ধার পুলিশ।
আটককৃত যুবক আলী আকবর খান(৩০)। সে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।