স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকতার সভা কক্ষে আলোচনা সভা ও শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তিনভর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি, উপজেলাটির বিভিন্ন দপ্তর প্রধান, সিরাজদিখান থানা,ফায়ার সার্ভিস, সিরাজদিখান প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রাজনৈতিক এবং সহযোগি সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্শেরথম প্ষেরহরে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেস ইমাম মাওলানা হাবিবুর রহমান । আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি,থানার ওসি খন্দকার হাফিজুর রহমান,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির অনেকে উপস্থিত ছিলেন। কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়।