বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ

পূর্বধলা উপজেলার জারিয়া বালুয়াঘাটা এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি জারিয়া স্টেশনে পৌঁছার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য যাত্রী ও ট্রেনের কর্মকর্তা-কর্মীরা রক্ষা পান।
বলাকা কমিউটার ট্রেনের সুপারভাইজার ইউনুছ আলী জানান, ট্রেনটি ভোরে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে এসে ময়মনসিংহ হয়ে জারিয়া স্টেশনের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া স্টেশনে পৌঁছার কিছুদূর আগে বালুঘাটা এলাকায় ট্রেনের ইঞ্জিনে অস্বাভাবিক কালো ধোঁয়া আর আগুন দেখতে পাওয়া যায়।

তখন তারা ট্রেনটি থামিয়ে দেন। যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পাশের ধানখেত থেকে কাদামাটি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ট্রেনের লোকোমাস্টার কৃষ্ণ রায় বলেন, ইঞ্জিনে আগুন লেগে অস্বাভাবিক কালো ধোঁয়ার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে আমরা ট্রেনটি থামিয়ে দিই। এ কারণে যাত্রীরা নেমে যেতে সক্ষম হন।

তিনি আরও বলেন, স্থানীয় দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা আসার আগেই ট্রেনের যাত্রী এবং স্থানীয় লোকজন কাদামাটি ও পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।  তবে কী কারণে এ আগুন লাগার ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ট্রাকশন মোটর থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
জারিয়া এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ঘটনার সময় আমি রেললাইনের পাশেই বোরো জমিতে কাজ করছিলাম।  হঠাৎ দেখি বলাকা ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলছে। আগুন দেখে আমিও দৌড়ে গিয়ে কাদামাটি ছিটিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিই। তিনি জানান, ট্রেনটিতে দেড় শতাধিক যাত্রী ছিল।

জারিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোবারক হোসেন জানান, দুপুর ১টার দিকে ময়মনসিংহ থেকে আসা একটি রিলিফ ইঞ্জিনের মাধ্যমে বলাকা কমিউটার ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পর ওই রেলপথে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
’ক্যাপশন: মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটিশ্লোগান ভেসে ওঠে।

শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বার্তা সিভিল সার্জন অফিসে

লৌহজংয়ে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ শিক্ষার্থী

ভারি বৃষ্টিতে লামায় সব পর্যটন কেন্দ্র ফের বন্ধ

হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন ও আধুনিক ডিশওয়াশার উন্মোচন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তাদের

নতুন ছাত্র সংগঠন ঘিরে যা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে

মুন্সীগঞ্জে শিশুদের বেড়ে উঠা নিয়ে দুর্জয় তারুণ্যের সেমিনার

সিরাজদিখানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন

বিশ্বমঞ্চে মুন্সীগঞ্জের গর্ব: নেভাদা ও নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ড. রাশিদুল হাসান

শিলইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ