স্টাফ রিপোর্টার:
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি- প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা উম্মে হাবিবার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণের চেক পাওয়া উপকারভোগী সোনিয়া আক্তার ও তানভির আহমেদ তাদের অনুভূতি ব্যক্ত করেন। সভা শেষে চারজন উপকারভোগীর মাঝে ৬ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।##