বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের মামলায় আসামীর ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় নির্বাচনে ভোট দিতে যাওয়া পথে মো. আজিম (৩০) নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা মামলায় শাহিন (৩৫) নামের এক আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় মামলার অপর ৭ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় প্রচারের সময় আসামি শাহিন অনুপস্থিত থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ। দণ্ডপ্রাপ্ত আসামি শাহিন সদর উপজেলার নতুন গাঁও এলাকার খোকার ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই এলাকার করিম ফকিরের ছেলে আজিম নির্বাচনের ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার পথে আনারস প্রতিকের চেয়ারম্যান সমর্থক শাহিন সহ ৮ জন তার পথরোধ করে আনারস মার্কায় ভোট দিতে বলে। এসময় আজিম আনারস প্রতীকে ভোট দিবে না বলিলে শাহিনসহ অন্যান্য আরো ৮জন আজিমকে মারপিট করে। এসময় শাহিনের হাতে থাকা চাইনিজ চাপাতি দিয়ে আজিমের ডান পায়ের গোরালিতে কোপ মেরে রগ কেটে জখম করে। অন্যান্যরা আজিমের মোবাইল ছিনিয়ে নেওয়া সহ মাইরপিট করে। এসময় আশেপাশের লোকজন আজিমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা করান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় জখমি আজিমের মা পরিবানু বাদী হয়ে গত ২০২১ সালের ২ ডিসেম্বর সদর থানায় শাহিন সহ আরো ৮ জনকে আসামি করে মামলা করেন। বিচারাধীনে থাকা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত শাহিকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

খালাস প্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার নতুনগাঁও এলাকার খোকার ছেলে হাসান (২৬), ইউনূছ চোকদারের ছেলে হৃদয় (২৪), হরিপদ’র ছেলে নারায়ণ, রতনের ছেলে ইয়াছিন (২৭), বিল্লালের ছেলে বাবু (২৬), জাকিরের ছেলে জুম্মন (২৭) ও ইউনুছের ছেলে স্বপন (২৮)।

 

এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, আজ আদালত শাহিন নামের একজন আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে। মামলার অপর ৭ জন আসামীর বিরুদ্ধে ঘটনার বিষয়ে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ