স্টাফ রিপোর্টার: ইয়ামাহা রাইডার্স ক্লাব মুন্সীগঞ্জের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি হয়েছে। বুধবার বিকেল ৫ টায় ইয়ামাহা রাইডার্স ক্লাব মুন্সীগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে ইয়ামাহা রাইডার্স ক্লাব মুন্সীগঞ্জের ওয়ারিয়র ও এডমিন মোঃ রফিকুল ইসলাম রুমন বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা শুধু কথায় নয়, কাজেও প্রমাণ করেছে YRC মুন্সীগঞ্জ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা ছড়িয়ে দিয়েছে সবুজে বাঁচার বার্তা ও ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধ।এতে উপস্থিত ছিলেন ইয়ামাহা মটরসাইকেল বাংলাদেশ এসিআই মটরস লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনের টেরিটোরি অফিসার মোরসালিন সরকার, মুন্সীগঞ্জ ইয়ামাহা এস এ মটরস শোরুম এর স্বত্বাধিকারী সাখিব আহমেদ ও পারভেজ আহমেদ এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব মুন্সীগঞ্জের সক্রিয় সদস্য বৃন্দ। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয় মোটর মেকানিক্সদের মাঝে ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।