বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে বহু অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অনেকে। রবিবার দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫৭ আরোহী ছিলেন।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানের কাছে নৌকাটি ডুবে যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান জানিয়েছেন, ১২ জনকে উদ্ধার করা হয়েছে, তবে কয়েক ডজন নিখোঁজ রয়েছেন।

তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। ঘটনার পর উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা থেকে ৬৫ জনের মৃতদেহ ও ১২ জনকে জীবিত উদ্ধার করে। তাঁদের স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইওএম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

আবিয়ানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক মৃতদেহ পাওয়া গেছে।

আইওএম ইয়েমেনের প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেছেন, নৌকাটি বিশাল উপকূলীয় এলাকার একটি বিপজ্জনক পথে ছিলো, যা প্রায়শই মানব পাচারকারীরা ব্যবহার করে।

ইয়েমেন যাওয়ার জন্য লোহিত সাগর কিংবা এডেন উপসাগর পার হতে বিপজ্জনক ও জনাকীর্ণ নৌকায় করে মানুষকে নিয়ে যায় পাচারকারীরা। আর এসব যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ